হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক নার্স করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান।
তিনি আরো বলেন, আক্রান্ত চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসা লোকজনের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।
Leave a reply