আরব আমিরাতে ডিসেম্বরে হতে পারে এশিয়া কাপ!

|

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যেতে রাজি না হওয়ায় এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাত বেছে নেয় আয়োজক দেশ পাকিস্তান। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সেপ্টেম্বরেই এশিয়া কাপ হওয়ার কথা।

কিন্তু করোনাভাইরাসের কারণে ভারতের আইপিএল, এশিয়া কাপ ও টি-টেয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন কঠিন মুহূর্তে একটি সহজ উপায় দেখিয়ে দিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

তিনি বলেন, বিশ্বকাপের পরবর্তী আসর ভারতের মাঠে হওয়ার কথা। অস্ট্রেলিয়া যদি এবারের বিশ্বকাপ ভারতকে দেয় আর ভারতের পরবর্তী বিশ্বকাপ তারা নেয় তাহলে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এমনটি হলে বিশ্বকাপের আগে আইপিএল আয়োজন করা যাবে।

গাভাস্কার আরও বলেন, আইপিএল এবং বিশ্বকাপ শেষ করেই এশিয়ার ক্রিকেটাররা চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে গিয়ে ডিসেম্বরে এশিয়া কাপে তারা অংশ নিতে পারবে। টুর্নামেন্টটি সেপ্টেম্বরের চেয়ে বেশি উত্তম সময়ে হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান টুডে ও ক্রিকট্রেকার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply