রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসক সহ ৪২ জন কোয়ারেন্টিনে

|

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসক সহ ৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকদের পর্যটন মোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং বাকীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।মঙ্গলবার বিকেলে এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ১৭ এপ্রিল বাঘার ৮০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর নিয়ে ভর্তি হন। তাকে ৪২ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসার এক পর্যায়ে চিকিৎসকদের করোনা সন্দেহ হলে সোমবার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা ফলাফল পজেটিভ আসে।

মঙ্গলবার কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে ওই ওয়ার্ডে থাকা রোগীদের সরিয়ে নেন এবং ওই ওয়ার্ড সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠান। এছাড়া আগামী দুদিনে সকলের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

এছাড়া করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ জানিয়েছেন, ওই বৃদ্ধ, তার স্ত্রী ও ছেলে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply