সাভারের তালবাগ এলাকার কবরস্থানের গেটে এক বৃদ্ধ মা-কে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
উপজেলা প্রশাসন জানান, করোনা আক্রান্ত ভেবে বৃদ্ধাকে তার স্বজনরা এখানে ফেলে যেতে পারে। তাই তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হবে। করোনা পজেটিভ হলে ঢাকায় পাঠানো হবে আর নেগেটিভ আসলে সমাজসেবা অধিদপ্তরের মীরপুরের আশ্রয় কেন্দ্রে নেয়া হবে। এর সাথে সাথে তার স্বজনদেরও খোঁজা হবে বলে জানান উপজেলা প্রশাসন।
Leave a reply