ব্রাডম্যানকে টপকালেন আফগান তরুণ

|

দীর্ঘ সাত দশক ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ গড় ডন ব্রাডম্যানের দখলে ছিল। তবে মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই কিংবদন্তিকে দ্বিতীয় স্থানে নামালেন ১৮ বছর বয়সী আফগান ব্যাটসম্যান বাহির শাহ। ২৩৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭টি শতকে সর্বমোট ২৮ হাজার ৬৭ রান আর ৯৫ দশমিক ১৪ গড় ছিল ব্যাডম্যানের। আর সাত ম্যাচে হাজারি ক্লাবে ঘরে প্রবেশ করা আফগান ব্যাটসম্যান বাহিরের গড় ১২১ দশমিক ৭৭।

প্রথম শ্রেণির অভিষেকেই রেকর্ড বুকে নাম তোলেন তিনি। প্রথম ইনিংসে ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি, অভিষেকে রানের দিক থেকে যা দ্বিতীয় সর্বোচ্চ। আবার ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে তুলে নেন ট্রিপল সেঞ্চুরি! জাবেদ মিয়ানদাদের পর বাহিরই সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরির মালিক।

গত বছর জুনে ১১তম দল হিসেবে টেস্ট স্বীকৃতি পায় আফগানিস্তান। এবছরই ভারতে অভিষেক টেস্ট খেলার কথা রয়েছে ক্রিকেটের দীর্ঘতম ফরমেটের নতুন এই অতিথির। এখন দেখার বিষয়- প্রথম শ্রেণিতে রথি-মহারথিদের রেকর্ডে ভাগ বসানো এই তরুণ মূল খেলায় কেমন করেন।

যমুন অনলাই: এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply