লকডাউনে বিপাকে যুক্তরাজ্যে বসবাসরত পাঁচ লাখ বাংলাদেশি শিক্ষার্থী

|

করোনা মহামারি আর লকডাউনের প্রভাবে বিপাকে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি শিক্ষার্থী। আগে সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজের সুযোগ থাকলেও, এক মাসের লকডাউনে সবাই বেকার হয়ে পড়েছেন। হিমশিম খাচ্ছেন, বাড়ি ভাড়া’সহ দৈনন্দিন খরচ মেটাতে।

জানা গেছে, ব্রিটেনে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থীদের ঘণ্টায় ৯ পাউন্ড পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। যা এখন সম্ভব হচ্ছে না। ফলে অঞ্চল ভেদে গড়ে মাসিক এক হাজার পাউন্ডের নিয়মিত ব্যয়ভার বহন করতে পারছেন না অনেকে।

প্রবাসী শিক্ষার্থীদের জন্য কানাডা’সহ অনেকে দেশেই সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করা হলেও, এখনও কোনো পদক্ষেপ নেয়নি ব্রিটিশ সরকার। লকডাউন দীর্ঘদিন বহাল থাকলে পড়াশোনা অসম্পূর্ণ রেখেই দেশে ফিরতে হতে পারে বলে শঙ্কিত শিক্ষার্থীরা।

যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮ হাজারের বেশি মানুষ, আক্রান্ত এক লাখ ৩৩ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply