করোনার অন্যতম হটস্পট যুক্তরাষ্ট্রের ওহাইয়ো কেন্দ্রীয় কারাগার

|

CHINO, CA - DECEMBER 10: Inmates at Chino State Prison walk the hallway on December 10, 2010 in Chino, California. The U.S. Supreme Court is preparing to hear arguments to appeal a federal court's ruling last year that the California state prison system would have to release 40,000 prisoners to cope with overcrowding so severe that it violated their human rights. More than 144,000 inmates are currently incarcerated in prisons that were designed to hold about 80,000. (Photo by Kevork Djansezian/Getty Images)

যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম হটস্পট হয়ে উঠেছে কেন্দ্রীয় কারাগার। এরই মধ্যে কোভিড নাইনটিন সংক্রমণ ছড়িয়েছে ৮০ শতাংশ কয়েদির মধ্যে।

কারগারটিতে মোট কয়েদির সংখ্যা আড়াই হাজারের মতো। যেখানে প্রায় ২ হাজার কয়েদী আক্রান্ত কোভিড নাইনটিনে। ভাইরাস শনাক্ত হয়েছে ১৫৫ জন নিরাপত্তাকর্মীর দেহেও।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আক্রান্ত কয়েদিদের কারাগার থেকে দূরের একটি ভবনে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর অসুস্থ ৩৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply