পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলায় ভিজিএফ সুবিধাবঞ্চিত জেলেরা সরকারী খাদ্যসহায়তার চাল না পেয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে সদর ইউনিয়নের জুগির হাওলা ও চরকানকুনি গ্রামের ভিজিএফ সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক জেলে এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেয়া জেলেদের অভিযোগ, কার্ডধারী জেলে হওয়া সত্ত্বেও ভিজিএফ সুবিধা পাচ্ছেন না তারা। অথচ জেলে নয়, এমন পেশার লোক অনৈতিক সুবিধার মাধ্যমে ভিজিএফ সুবিধা ভোগ করছে। শুধু তাই নয়, এই করোনা পরিস্থিতিতে সরকারি কোন ত্রাণ সহায়তা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন জেলেরা। তাই এর প্রতিবাদ ও প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য তাদের এই কর্মসূচি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যদের টাকা না দিলে সুবিধা পাওয়া যায় না। নাম প্রতি নির্ধারিত অংকের টাকা দিলেই ভিজিএফসহ অন্যান্য সুবিধার তালিকায় নাম ওঠানো যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান জানান, এবিষয়ের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামের একটি বাড়ি থেকে ৮ বস্তা ত্রাণের চাল জব্দের ঘটনায় গত ২০ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য মাসুদ তালুকদারসহ দুইজনের নাম উল্লেখ করে ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়।
Leave a reply