৫৯ জেলায় শনাক্ত করোনা রোগী, কোন জেলায় কত?

|

বাংলাদেশে 'ভিআইপিদের' করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল

ধীরে ধীরে দেশের প্রায় সব প্রান্তেই ছড়িয়েছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার পর্যন্ত আইইডিসিআর-এর দেয়া তথ্য অনুসারে, রাজধানী ঢাকাসহ মোট ৫৯ জেলায় রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ৫৩২ জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ২৯২। এছাড়া কিশোরগঞ্জে ১৭৯, নরসিংদীতে ১৪১ ও মুন্সিগঞ্জে ৬৩ জন।

বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৪৫ জন। কুমিল্লায় ২৭, লক্ষীপুরে ২৬ ও ব্রাহ্মণবাড়িয়াতে ২৫ জন।

এদিকে, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ১৪৯। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১৩৯; এরমধ্যে, ময়মনসিংহ জেলায় ৬৮ ও জামালপুরে ৩০ জন।

দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ৭৪, এর মধ্যে বরিশালেই ৩৪ জন। রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ৬৩। বিভাগটিতে সবচেয়ে বেশি ১৪ জন গাইবান্ধায়। খুলনায় ৩৭, সিলেটে ৩৩ ও রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply