আলোচিত-সমালোচিত ওয়ান-ইলেভেন আজ

|

বহুল আলোচিত-সমালোচিত ওয়ান-ইলেভেন আজ। ২০০৭ সালের এই দিনে দেশে জারি হয়েছিলো জরুরি অবস্থা।

সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হয়েছিলো। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত ‘অন্তর্বর্তীকালীন সরকার’। প্রধান দুই দলের বৈঠক ও নানা ঘটনার পর বিমান-নৌ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাব, বিডিআরসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনাসদরে বৈঠক করেন সেনাপ্রধান মইন ইউ আহমেদ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। এসব নাটকীয় ঘটনা ও টানটান উত্তেজনা-উদ্বেগের মধ্যেই সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে দেয়া হয় জরুরি অবস্থা জারির ঘোষণা। ড. ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply