আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সেইসাথে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ফুলকোর্ট সভাও আহ্বান করা হয়েছে।
আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
এরআগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এসময় জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতকে সপ্তাহে যে কোন দুই দিন জরুরি জামিন শুনানির নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট।
তবে আজ জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতের প্রতি জারি করা এ সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।
Leave a reply