দেশের অর্থনীতি রক্ষায় সীমিত পরিসরে হলেও কারখানা চালু করা দরকার। তা নাহলে উন্নয়নের ভারসাম্য ধরে রাখা অসম্ভব হবে বলে মনে করে এফবিসিসিআই টাস্কফোর্স।
আজ শনিবার দুপুরে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত, আলোচনা সভা এসব কথা বলেন টাস্কফোর্স প্রধান এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
তবে কারখানা চালু করা হলেও ঢাকার বাইরে থেকে শ্রমিক আনার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয় বৈঠকে। সেইসাথে পর্যায়ক্রমে সুরক্ষা ব্যবস্থা মেনে চলে কারখানাগুলো খুলে দেয়ার কথা বলেন ব্যবসায়ীরা।
বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, করোনার প্রভাবে পোশাক খাতের ৮৭ শতাংশ রপ্তানি কমেছে।
করোনায় ক্ষতিগ্রস্থ শিল্প উদ্যাক্তাদের জন্য সরকারি অর্থ ছাড় করার ক্ষেত্রে জটিলতা দূর করার আহ্বানও জানান ব্যবসায়ী নেতারা। টাস্কফোর্সের বৈঠকের সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে তুলে ধরবে এফবিসিসিআই
Leave a reply