জামালপুরে নতুন করে ৪ চিকিৎসক, ৩ পুলিশ ও এক নার্স করোনায় আক্রান্ত

|

স্টাফ রিপোর্টার:

জামালপুরে ৪ চিকিৎসক, ৩ পুলিশ সদস্য ও একজন নার্স নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪। এদের মধ্যে ৬ চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।

শনিবার রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা: মো. শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৮ জনের দেহে করোনা সংক্রামণ পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন চিকিৎসক, ৩ জন পুলিশ সদস্য ও একজন নার্স। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪। এদের মধ্যে ৬ চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।

আক্রান্ত ৪৪ জনের মধ্যে ইসলামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণ ধরা পড়ে এবং দেওয়ানগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

নতুন আক্রান্তরা হলেন: জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারী সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিকেল অফিসার, সদর হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই, পুলিশ সুপার কার্যালয়ের দুই কনস্টেবল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply