করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ মানুষ

|

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৭৩৮ জন। তাদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ২২ হাজার ৬০২ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ২০২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে এ ভাইরাসে আক্রান্তের পর সুস্থ হওয়ার খবরও মিলছে অনেক। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৩ হাজার ২৫৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply