প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা; ৫ মে পর্যন্ত বিচারিক কার্যক্রম স্থগিত

|

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় বিভাগের ৮৮ জন বিচারপতি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আগামী ৫ মে পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া, ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠনের সিদ্ধান্ত হয়। জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে বিচারক, আইনজীবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ নেয়া হচ্ছে।

সভায় জানানো হয়, ছুটিকালীন সময়ে অধস্তন আদালতের বিচারকবৃন্দ নিজ নিজ কর্মস্থল এ অবস্থান করবেন এবং সময় সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সাথে যোগাযোগ রাখবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply