চাল নিয়ে কারসাজি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

|

বালিয়াকান্দিতে দুই চাতাল মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বেশি দামের চালের সাথে কম দামের চাল মিশিয়ে অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে দুই চাতাল মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ‘দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে অভিযান চালিয়ে দেখা যায় মেসার্স রমজান ট্রেডার্স ও এনামুল চালের চাতালে বেশি দামের চালের সাথে কম দামের চাল মিশিয়ে বিক্রি করছে। এ অপরাধের দায়ে দুই চাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪৪ ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একইসঙ্গে ওই বাজারের সকল দোকানিকে রমজান মাস উপলক্ষে কোন পণ্যের দাম না বাড়ানোর নির্দেশনা দেওয়া হয় এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply