গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

|

গাজীপুর মহানগরের ভোগড়াবাইপাছ এলাকায় সকাল থেকে ৫টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে ও ২টি মোটর সাইলে আগুন ধরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়,মহামারি করোনা আতঙ্ক নিয়ে তারা কেন কাজ করবে যে খানে সবকিছু বন্ধ। তাদেরও মৃত্যুর ভয় আছে।

পরে শিল্প-পুলিশ গাজীপুর-২ এর শতাধিক পুলিশ সদস্য এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে, গাজীপুরের টঙ্গী বিসিকে দু‘টি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply