ইথিওপীয় শিশু দত্তক নেওয়ায় নিষেধাজ্ঞা

|

এখন থেকে ইথিওপীয় শিশু দত্তক নিতে পারবেন না বিদেশিরা। শিশুরা অবহেলা ও নিপীড়নের শিকার হতে পারে, এমন আশঙ্কা থেকে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইথিওপিয়ার সরকার।

পূর্ব আফ্রিকার এ দেশটির রাজনীতিবিদরা বলেছেন, বিদেশে অনিশ্চিত ভবিষ্যত নয়, বরং স্থানীয় সহায়তা কার্যক্রমের আওতায় এতিম ও দুস্থ শিশুদের যত্ন নেওয়া উচিত।

মার্কিন দত্তক পিতা-মাতার অবহেলায় ২০১১ সালে, না খেতে পেয়ে মারা যায় এক ইথিওপিয় বালিকা। ওই ঘটনায় সৃষ্ট ক্ষোভের ফলে দেশটি এ নিষেধাজ্ঞা জারি করেছে।

হাজার হাজার মার্কিন দম্পতি ইথিওপিয়া থেকে বাচ্চা দত্তক নিয়েছেন। এদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিটের মতো হলিউড তারকারাও রয়েছেন। তারা তাদের সন্তান মার্লিকে ২০০৫ সালে ইথিওপিয়া থেকে দত্তক নিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply