ব্রাহ্মণবাড়িয়ায় ‘খাবার না পেয়ে আত্মহত্যা’ গুজবে থানায় মামলা

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

খাবার না পেয়ে গাছে ঝুলে আত্মহত্যা করার একটি ছবি ফেসবুকে পোষ্ট করে গুজব ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। রবিবার রাতে শহরের দক্ষিণ মোড়াইলের সাকিব রায়হানকে (২৩) আসামি করে এই মামলাটি করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তানভীর চৌধুরী।

এতে অভিযোগ করা হয় সাকিব রায়হান নামের ফেসবুক আইডিতে একজন মানুষের কাঠাঁল গাছে গলায় ফাঁস লাগানো অবস্থার ছবি দিয়ে ‘খেতে না পেরে গলায় দড়ি দিয়েছে’ লেখা সম্বলিত একটি পোষ্ট দেয়া হয় ২৬শে এপ্রিল। এতে ছবির ব্যক্তির পরিচয় এবং কবে কার ও কোথাকার ঘটনা এর কোন কথা উল্লেখ করা হয়নি।

এমন পোষ্ট দিয়ে মিথ্যাগুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে বাদী অভিযোগ করেন। এই ব্যাপারে সদর মডেল থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ এজাহারটি পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply