যুক্তরাষ্ট্রে করোনায় ২০২ বাংলাদেশির প্রাণহানি

|

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানি দুইশো ছাড়িয়েছে। রোববার মারা গেছে আরও ৩ বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০২।

রোববার মারা যাওয়া ব্যক্তিদের দু’জন নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন- ৪৬ বছর বয়সী আহসান মোহাম্মদ। তিনি কাজ করতেন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে সুপারভাইজার হিসেবে। অপরজন ঢাকার চলচ্চিত্র তারকা হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান।

এছাড়া ভার্জিনিয়ায় আরও একজন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশির মধ্যে ১৮৫ জনই নিউইয়র্কের। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply