বাফুফের জন্য ফিফার সোয়া ৪ কোটি টাকা অনুদান

|

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আর্থিক সংকট মোকাবেলায় সোয়া ৪ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ। অন্যান্য দেশের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফা।

মাঠের খেলা বন্ধ থাকায় অনেক ফেডারেশনকেই হিমশিম খেতে হচ্ছে কর্মীদের বেতন ভাতা দিতে। তবে স্বস্তির খবর ২১১ সদস্য দেশের জন্য ফিফা বরাদ্দ রেখেছে ১৫০ মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা। এই আর্থিক সহায়তার আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা।

একইসঙ্গে ফরোয়ার্ড ট্যু পয়েন্ট জিরো ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আরও কিছু সুবিধা পাবে বাফুফে। তবে কোন কোন খাতে এই অনুদানের অর্থ ব্যবহার হবে সে বিষয়ে এখনও দিক নির্দেশনা পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply