রংপুর মেডিকেলের ২ চিকিৎসক ও ১ নার্সসহ ৪ জনের করোনা শনাক্ত

|

স্টাফ রিপোর্টার:

২৫তম দফায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জন এর নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগের আট জেলায় ২ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হলো।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন-নবী লাইজু জানিয়েছেন রমেকে বুধবার ১৮৮ জন এর নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ হয়েছে। এরা হলেন রংপুর মেট্রোপলিটন এলাকায় চারজন দিনাজপুরের ঘোড়াঘাট এবং নবাবগঞ্জে একজন করে।

তিনি আরও জানান, এ নিয়ে বিভাগের ১১৪ করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ৩২, গা্ইবান্ধায় ১৭, লালমনিরহোটে ৩, কুড়িগ্রামে ১০, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁওয়ে ১৬, দিনাজপুরে ১৭ এবং পঞ্চগড়ে ৬ জন।

রংপুর সিভিল সার্জন হির কুমার রায় জানান বুধবারের পরীক্ষায় যে চারজনের করোনা সনাক্ত হয়েছে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। এর মধ্যে ২ জন চিকিৎসক একজন সিনিয়র নার্স এবং মেডিসিনের একজন রয়েছেন তাদেরকে আইসোলেশন বিভাগে এই চিকিৎসা দেয়া হবে।

তিনি আরও জানান রংপুর জেলায় ৪৫০জন এর নমুনা কালেক্ট করা হয় এর মধ্যে ৩২ জন হলেন তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply