ইকুয়েডরের নাগরিত্ব পেলেন জুলিয়ান অ্যাসেঞ্জ

|

ইকুয়েডরের নাগরিত্ব পেলেন জুলিয়ান অ্যাসেঞ্জ। এই উইকিলিকস প্রতিষ্ঠাতা পাঁচ বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে বসবাস করে আসছেন। সংবাদ মাধ্যেম সূত্রে জানা যায়, অ্যাসেঞ্জ কে গত ১২ ডিসেম্বর ইকুয়েডরের নাগরিত্ব প্রদান করা হয়েছে। নাগরিত্ব পেয়ে অ্যাসাঞ্জ ইকুয়েডর ফুটবল দলের জার্সি পরে একটি ছবি পোস্ট করেন। এদিকে ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের ব্যাপারে ব্রিটিশ সরকারের সাথে দ্বন্ধের অবসানের সম্মানজনক উপায় খুঁজছে। এরআগে গত মঙ্গলবার ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফারনান্ডা এস্পিনোসা দূতাবাসে অ্যাসাঞ্জের পাঁচ বছরের অবস্থানকে ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করেন। তখন মনে করা হয়েছিলো অ্যাসাঞ্জ লন্ডনের দূতাবাস থেকে বিতাড়িত হতে পারেন।

যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন তোলেন কম্পিউটার হ্যাকার জুলিয়ান।  ২০১০ সালে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে সুইডেনের দুই নারী। এরপর ২০১২ থেকে গ্রেফতার এড়াতে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে বাস করছিলো জুলিয়ান অ্যাসাঞ্জ।

টিবিজেড/

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply