বলে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবার থেকে ক্রিকেট বলে লালা ও ঘাম ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার স্পোর্টস ইন্সটিটিউট। সেই সাথে বেশ কিছু বিধিনিষেধ যোগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

মূলত বল নতুন রাখার জন্যই এর এক পাশে লালা বা ঘাম ব্যবহার করে থাকেন ক্রিকেটাররা। তবে করোনাভাইরাস মহামারি নতুন করে ভাবাচ্ছে। স্পোর্টস ইন্সটিটিউট অব অস্ট্রেলিয়া লালা ও ঘাম ব্যবহারে দিয়েছে বাধানিষেধ।

এদিকে সরকারের সাথে আলোচনা করে ৩ ধাপে সব ধরনের খেলা চালু করার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়ার স্পোর্টস ইন্সটিটিউট। এ লেভেলে ক্রীড়াবিদরা ব্যক্তিগত ফিটনেস ও দক্ষতা বাড়াতে অনুশীলন করতে পারছেন। লেভেল বি’তে ক্রীড়াবিদেরা মাঠে ফিরে অনুশীলন করতে পারবেন। আর বছরের শেষ দিকে লেভেল সি’তে মাঠে খেলা ফেরানোর সম্ভাবনা নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply