করোনায় মৃত্যুবরণকারী এসআই সুলতানুলের লাশ জামালপুরে দাফন

|

স্টাফ রিপোর্টার, জামালপুর:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণকারী পুলিশের এসআই সুলতানুল আরেফীনকে তার গ্রামের বাড়ি জামালপুরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনারের পর আইইডিসিআরের নিয়ম অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

এসআই সুলতানুল আরেফিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। ৩০ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।

ঢাকা থেকে ডিএমপির একটি লাশবাহী গাড়িতে করে সুলতানুল আরেফিনের মরদেহ আজ বিকেল পৌনে পাঁচটায় তাঁর গ্রামের বাড়ি জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামে আনা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল জানাযায় অংশ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply