রংপুরে লকডাউন: দোকানের সাটার নামিয়ে চলছে চা বিক্রি

|

নগরীর ফুটপাতে শাকসবজি, ফলমুল, মাস্কসহ বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন ক্ষুদ্র দোকানীরা

রমজানের নবম ও সরকারী ছুটির ৩৮ তম দিনে রংপুর মহানগরীর ফুটপাতগুলোতে দোকানপাটের রমরমা ব্যবসা এবং ব্যাপক মানুষ ও যানবাহনের উপস্থিতি দেখা গেছে। তাই প্রথম দেখায় বোঝার উপায় নেই নগরীতে লকডাউন চলছে।

দোকানের সাটার সামান্য নামিয়ে দিব্যি চলেছে চা বিক্রি। নগরীর পায়রা চত্বর থেকে কাচারী বাজার পর্যন্ত এলাকায় দুইপাশের ফুটপাতে আবারও শাকসবজি, ফলমুল, মাস্কসহ বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসিয়েছেন ক্ষুদ্র দোকানিরা। মুল সড়কের পাশের গলিতেও বসেছেন তারা। মোটামুটি সব শ্রেণির দোকানও খুলেছে।

রিকশা, অটো রিকশা, বাইসাইকেল, মোটর সাইকেলেরও সরগরম উপস্থিতি দেখে বোঝার উপায় নেই লকডাউন চলছে। সেনাবাহিনী ফুটপাত থেকে দোকানিদের সরিয়ে দিতে সকাল থেকেই কাজ করছেন। একইসাথে দোকানিদের উঠিয়ে দেয়ার নানা কসরত করছেন তারা।

অন্যদিকে যানবাহন কমাতে মেট্রোপলিটন পুলিশ মামলা দেয়ার কৌশল নিয়েছে। সিটি করপোরেশন মাইকিং করে লোকজনকে ঘরে যাওয়ার অনুরোধ করছেন। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না। মানুষজন বাইরে বের হওযার ব্যাখ্যা দিচ্ছেন একেকজন একেকভাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply