সুস্থ হতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে: বরিস জনসন

|

সুস্থ হতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে, এ কথা বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বরিস জনসন বলেন , ‘অস্বীকার করব না এটা কঠিন স্মৃতি। চিকিৎসকেরা আমার মৃত্যু ঘোষণা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আইসিইউতে আমাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকেরা ‘লিটার-লিটার’ অক্সিজেন দেন। আমার শ্বাসনালী দিয়ে টিউব প্রবেশ করানোর সময় বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি চলে আসে।’

উল্লেখ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন।

এদিকে করোনা থেকে সুস্থ হয়ে গত বুধবার ছেলে সন্তানের মুখ দেখেন প্রধানমন্ত্রী। দুই চিকিৎসকের নামের ছেলের নাম রাখেন উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply