খুব দ্রুতই আবারো মাঠে ফিরবে লা লিগা: স্পেনের প্রধানমন্ত্রী

|

খুব দ্রুতই আবারো মাঠে ফিরবে লা লিগার খেলা জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে সব ম্যাচই হবে দর্শক শূন্য গ্যালারিতে।

করোনা দুর্যোগ অনেকটা কাটিয়ে ওঠার পর স্প্যানিশ লিগ নিয়ে দুই রকম গুঞ্জন আসছিলো গনমাধ্যমে। লা লিগা সভাপতি জাভিয়ের তেবাজ জানিয়েছিলেন, মে শেষে কিংবা জুনের শুরুতে আবারো শুরু হবে লিগ। কিন্তু এরপরই দেশটির স্বাস্থমন্ত্রী স্যালভাডর ইয়া দাবি করেছিলেন অনিশ্চিত এই মৌসুমে লিগে বাকি খেলা।

তবে এই দোটানা কাটিয়েছেন খোদ স্পেনের প্রধানমন্ত্রী। নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা না করলেও দ্রুতই খেলা শুরু হবে জানিয়েছেন পেদ্রো সানচেজ। আগামীকাল থেকে এককভাবে অনুশীলন শুরু করতে পারবে লা লিগার ক্লাব গুলোর ফুটবলাররা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আশাকরছি খুব দ্রুতই শুরু হবে লা লিগা। তবে নির্দিষ্ট কোন তারিখ এখন বলতে পারছিনা। নিয়ম মেনে লিগ কর্তৃপক্ষই তা জনাবে। এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে। তবে আপনাদের ঘরে বসেই লিগের বাকি খেলা গুলো দেখতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply