দিন দিন সড়কে বাড়ছে জনসমাগম, শারীরিক দূরত্ব নিশ্চিতে উদাসীনতা

|

করোনা সংকটের মধ্যেই দিন দিন সড়কে বাড়ছে মানুষের চলাচল আর যানবাহনের সংখ্যা। সেই সাথে দিন দিন যেন অসচেতন হচ্ছে মানুষ; শারীরিক দূরত্ব নিশ্চিতে বাড়ছে উদাসীনতা।

রাজধানীতে বেড়েই চলেছে লোকসমাগম, পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন যানবাহন। রাস্তায় গণপরিবহণ না থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা ও সিএনজি বেরিয়েছে প্রচুর। যানবাহন বাড়ার কারণে কোথাও কোথাও জটলা আর যানজটও তৈরি হচ্ছে। ঢাকার প্রবেশমুখলোতে পুলিশ থাকলেও নেই জোরালো তৎপরতা। যৌক্তিক কারণ দেখিয়েই অনেকে ঢাকায় প্রবেশ করছেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

শহরের ভেতরের চেকপোস্টেও ঢিলেঢালা ভাব। ফলে সামাজিক বা শারীরিক দূরত্ব মানার বিষয়টি অনেকটাই উপেক্ষিত। এর মধ্যেও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী শারীরিক দূরত্ব নিশ্চিতে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply