‘গাজীপুরে পোশাক কারখানায় মানা হচ্ছে না শারীরিক দূরত্ব’

|

করোনার সংক্রমণ ঠেকাতে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নিয়ম। এই মহামারী থেকে সুরক্ষায় শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা নেই। এছাড়া, কারখানা প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না।

সকালে বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম জানান, বেশিরভাগ কারখানায় শ্রমিকদের দেয়া হয়নি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। শারীরিক দূরত্ব না মেনেই একই ফ্লোরে কাজ করছেন শ্রমিকরা। এসময় কারখানার মালিক পক্ষকে সতর্ক করে দেন তারা। সেইসাথে শ্রমিকদের মাঝে মহামারী করোনা সম্পর্কে, নানা বিষয় তুলে ধরা হয়। যেসকল কারখানা নিয়ম অমান্য করবে, তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন পুলিশ সুপার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply