ভারতে তৃতীয় দফায় দু’সপ্তাহের লকডাউন শুরু

|

ভারতে করোনাভাইরাস মোকাবেলায় তৃতীয় দফায় দু’সপ্তাহের লকডাউন শুরু হলো আজ। ১৮ মে শেষ হবে এ অবরূদ্ধ পরিস্থিতি।

অবশ্য, অর্থনীতিকে গতিশীল করতে কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। এর আওতায় অত্যাবশীয় সরকারি দফতরগুলোয় শতভাগ হাজিরা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া, করোনার সংক্রমণের হার অনুসারে রেড জোন, গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে গোটা ভারতকে। সে হিসেবে শিথিল করা হয়েছে যান চলাচল।

অবশ্য, পুরোদমে অর্থনীতিতে ফিরতে চায় নয়াদিল্লি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতে, করোনাভাইরাসের কারনে পুরো অর্থব্যবস্থায় ধস নেমেছে। দীর্ঘদিন এ পরিস্থিতি থাকলে সরকারের রাজস্ব বন্ধ হবে। তার দাবি, এই মহামারি এতো সহজে যাবে না।
তাই করোনার ব্যাপারে সাবধাণতা অবলম্বন করেই অর্থব্যবস্থায় গতি ফেরাতে হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১৪শ’র কাছাকাছি; আক্রান্ত সাড়ে ৪২ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply