ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের ১০ জন করোনা আক্রান্ত

|

ছবি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জনের কার্যালয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ১১ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে, একই পরিবারের ১০ জন রয়েছেন। আক্রান্ত পরিবার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে বসবাস করে। খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।

এর ফলে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখনও ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন।

করোনা আক্রান্ত হয়ে জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন ২ জন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় জানায়, এখন পর্যন্ত জেলায় ১ হাজার ৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফল নেগেটিভ আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply