করোনার প্রাদুর্ভাবের মাঝে এফসি পোর্তো ও বেনফিকার অনুশীলন

|

পর্তুগালের প্রথম দুই ক্লাব হিসেবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে অনুশীলন শুরু করলো এফসি পোর্তো ও বেনফিকা। অনুশীলন শুরুর দিন সকল স্বাস্থ্য বিধি মানা হয়েছে দাবি করছেন ক্লাব কর্তৃপক্ষ।

সোমবার থেকে অনুশীলন শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো। অনুশীলন শুরু করার আগে সকল ফুটবলার ও কোচিং স্টাফের শরিরের তাপমাত্রা নির্নয় করা হয়। সেই সাথে করোনা টেস্ট করার জন্য নমুনা নেয়া হয়। এরপর স্টেচিং, সুটিং, কিপিং সহ পুর্নাঙ্গ অনুশীলনের করা হয় সামাজিক দুরত্ব মেনে।

একই দিন অনুশীলন শুরু করেছে বেনফিকাও। অনুশীলনে সামাজিক দুরত্ব নিশ্চিত করেছে এই ক্লাবটিও। পুরো দল নিয়ে দুই ঘন্টার অনুশীলনে অংশ নেয় তারা। মে মাসের শেষ দিকে লিগ শুরু করতে চায় দেশটির লিগ কর্তৃপক্ষ।

পর্তুগালে এখন পর্যন্ত কোভিড ১৯-এ ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে আর আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply