মাস্ক পরতে বলায় যুক্তরাষ্ট্রে গার্ডকে গুলি করে হত্যা

|

মাস্ক পরা ছাড়া ঢুকতে না দেয়ায় যুক্তরাষ্ট্রে একটি দোকানের নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এক নারী, তার স্বামী ও সন্তানের ওপর অভিযোগ, তারা একটি দোকানের নিরাপত্তা কর্মীকে গুলি করে মেরে ফেলেছেন।

সেই নিরাপত্তা কর্মী ওই পরিবারের মেয়েকে মাস্ক ছাড়া একটি দোকানে ঢুকতে দেয়নি।

প্রথমে ওই দম্পতির মেয়ে দোকানে প্রবেশ করতে চাইলে গার্ড তাকে মাস্ক পরে আসতে বলে। এরপর তাকে পেছন দিয়ে গুলি করা হয়।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মেয়েকে অভিযুক্ত করা হয়নি।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৪ হাজার ৯৪৪ জন।

আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮৮ হাজার ২৭ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply