বন্ধ হয়ে গেলো ফিলিপাইনের এবিএস-সিবিএন টিভি চ্যানেল

|

ছবি: সংগৃহীত

বন্ধ হলো ফিলিপাইনের জনপ্রিয় টিভি চ্যানেল- ABS CBN’র সম্প্রচার। লাইসেন্স নবায়ন করেনি দেশটির পার্লামেন্ট। ৪ মে পর্যন্ত ছিলো চ্যানেলটির লাইসেন্সের মেয়াদ। নবায়নের জন্য আবেদন করলেও দেশটির কংগ্রেস তাতে সম্মতি দেয়নি। ফলে, মঙ্গলবারই জাতীয় টেলিযোগাযোগ কমিশনের আদেশে বন্ধ হয় সম্প্রচার।

ABS-CBN এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ক্যাবল নিউজ চ্যানেল ও অনলাইন পোর্টালগুলো চালু থাকবে। ৬৬ বছর পুরানো বহুমুখী এ গণমাধ্যমে কাজ করেন কমপক্ষে সাত হাজার মানুষ। টেলিভিশনের পাশাপাশি ফিলিপাইনে রয়েছে তাদের রেডিও এবং অনলাইন সেবা।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে’র কট্টর সমালোচক হিসেবে পরিচিত গণমাধ্যমটি। বেশ কয়েকবার প্রেসিডেন্ট ABS-CBN বন্ধের হুমকিও দেন। করোনা ক্রান্তিলগ্নে গণমাধ্যমের ওপর এ হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে দুতের্তের বিরোধীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply