শারীরিক দূরত্ব মেনে কাল থেকে মসজিদে নামাজ আদায় করা যাবে

|

এক মাস পর আবারও মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিল ধর্ম মন্ত্রণালয়। আগামীকাল জোহর থেকে স্বাস্থ্যবিধি মেনে ৫ ওয়াক্ত নামাজ ও তারাবি আদায় করা যাবে।

দুপুরে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। করোনার বিস্তার রোধে গত ৬ এপ্রিল মসজিদে জামাতে নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে ধর্ম মন্ত্রণালয়। ওয়াক্তের নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ৫ জন ও জুমার নামাজে ১০ জনের বেশি শরিক না হতে নির্দেশনা দেয়া হয়েছিলো। এছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে উপাসনা করার নির্দেশনা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply