দেশে ৮ এপ্রিল করোনা রোগী ২১৮ জন, ৮ মে ১৩ হাজার ১৩৪

|

গত ১০ দিনে (২৯ এপ্রিল-৮ মে) দেশে ৬৬৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩১৩৪জন। এছাড়া ৮ মার্চ প্রথম শনাক্তের একমাস পর ৮ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২১৮ জন। পরবর্তী একমাস ৮ মে এসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৩ হাজার ১৩৪। এতে দেখা যায় গত একমাসে আক্রান্ত হয়েছে ১% এর কিছুবেশি আর এই মাসেই আক্রান্ত হয়েছে প্রায় ৯৯%।

দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন , ৮ মে ৭০৯ জন।

দেশে প্রথম করোনা আক্রান্তের শনাক্ত করা হয় গত ৮ মার্চ। পরিসংখ্যানে দেখা যায়-

০৮ -১৮ মার্চ ১০দিনে মোট শনাক্ত ১৪ জন।
১৯ – ২৮ মার্চ ১০দিনে মোট শনাক্ত ৩৪ জন।
২৯ – ০৭ এপ্রিল ১০দিনে মোট শনাক্ত ১১৬ জন।
০৮ – ১৭ এপ্রিল ১০দিনে মোট শনাক্ত ১৬৭৪ জন ।
১৮ – ২৭ এপ্রিল ১০দিনে মোট শনাক্ত ৪০৭৫ জন।
২৮ – ০৭ মে ১০দিনে মোট শনাক্ত ৬৫১২ জন।

এছাড়া টানা ৪ দিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাতশ’র ওপরে। বৃহস্পতিবার সংখ্যা কিছু কমলেও শুক্রবার তা আবার বেড়েছে ৩ জন। এর আগে প্রথম ৭ শতাধিক রোগী চিহ্নিত হয় গত ৫ মে। সেদিন রোগী শনাক্ত হয় ৭৮৬ জন। পরদিন ৬ মে ৭৯০ জন এবং বৃহস্পতিবার ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply