ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই

|

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৬০ হাজার ছুঁইছুঁই। গেল তিনদিনেই সংক্রমিত হয়েছেন প্রায় ১০ হাজার। এপর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার মানুষের; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজারের মতো।

গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন এক শতাধিক মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২শ’র বেশি। এপ্রিলের মাঝামাঝি থেকে ভারতে প্রতিদিন গড়ে নতুন সংক্রমণের সংখ্যা ছাড়ায় এক হাজার। তিন সপ্তাহের ব্যবধানে এ সংখ্যা এখন তিন গুণ। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত ১৯ হাজারের বেশি, মারা গেছেন সাড়ে ৭শ’ মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি মুম্বাই আর পুনেতে। ভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই, পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, রাজস্থানে। শুক্রবার দিনের সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ আর ওড়িষা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply