করমুক্ত আয় সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার প্রস্তাব সিপিডি’র

|

সয়াবিন তেল, মসুর, আদা রসুনসহ খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক, ভ্যাট ও আগাম কর কমানো জরুরি। একইসাথে করমুক্ত আয় সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ।

করমুক্ত আয় সীমা বাড়ানোর পাশাপাশি আয়কর হার সর্বনিম্ন ধাপে অর্ধেক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেয় সংস্থাটি। সকালের অনলাইনের বাজেট প্রস্তাবে এসব কথা তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

আগামী ২০২০-২১ অর্থবছরের সিপিডির বাজেট প্রস্তাব তুলে ধরেন গবেষক তৌফিকুল ইসলাম খান। বলেন। করোনার পরিস্থিতির কারণে সবার আগে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। তাদের জন্য খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ে ভ্যাট, আগাম করসহ শুল্ক কমানোর জরুরি বলে জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একইসাথে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানোর উপর জোর দেয়ার তাগিদও দেয় সিপিডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply