চেনা রুপে ফিরছে রংপুর মহানগরী

|

রংপুর মহানগরীতে যানবাহন চলাচলের বর্তমান অবস্থা।

স্টাফ রিপোর্টার, রংপুর:

চিরচেনা রূপে ফিরছে রংপুর মহানগরীর রাজপথ। সামাজিক দূরত্বের কোনো বালাই চোখে পড়েনি সড়কে।
রমজানের ষোল ও সরকারি ছুটির ৪৬ তম দিনে দেখা গেছে নগরীর পায়রা চত্বর, ডিসির মোড়, কাচারী বাজার শাপলা সুপার মার্কেট মোড়, জাহাজ কোম্পানি মোড়সহ পুরো নগরীতেই সকল প্রকার যানবাহনের হিড়িক।

সামাজিক দূরত্ব নয়, যানজট সামলাতেই যেন হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবুও যানবাহন কমাতে মেট্রোপলিটন পুলিশ চেকপোস্ট বসিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। সিটি করপোরেশন মাইকিং করে লোকজনকে ঘরে যাওয়ার অনুরোধ করছেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সেনাবাহিনীও মাঠে কাজ করছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (হেড কোয়াটার্স) মহিদুল ইসলাম জানান, আমরা সামাজিক দূরত্ব মানাতে চেক পোস্ট বসিয়ে কাজ করছি। নগরীতে ঢুকে পড়া যানবাহনগুলোকে বের করে দেয়ার চেষ্টা করছি আমরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply