ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি জামিন সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা যাবে: সুপ্রিম কোর্ট

|

ছুটি চলাকালে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি জামিন সংক্রান্ত মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং এর বিস্তার রোধকল্পে সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ১৬ মে পর্যন্ত সকল আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির সময়ে দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক, বিশেষ জজ, শিশু আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারককে এবং চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রানাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দ্বারা আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ (অধ্যাদেশ নং ০১,২০২০) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত বিশেষ প্রাকটিস নির্দেশনা অনুসরণ করে শুধু জামিন সংক্রান্ত বিষয়সমূহ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্য আদালতের কাযর্ক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে হাইকোর্ট বিভাগের জন্য তিন বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply