রাজধানীতে করোনা আক্রান্ত ৬ হাজার ৬৫৯ জন

|

দেশে এখনো, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই। রবিবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ৬ হাজার ৬’শ ৫৯ জন। পুরান ঢাকা, মিরপুর ও মোহাম্মদপুরে সংক্রমণ বেশি।

লালবাগে ১০৮, বাবু বাজারে ৮২, গেন্ডারিয়ায় ৬৪, ওয়ারিতে ৫২ ও শাঁখারিবাজারে ৩১ জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে ৭৫, চকবাজার ৫৪ ও চানখারপুলে ৩৭ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত হয়। মিরপুর-১৪,১১ ও ১ এই তিন জায়গাতে শনাক্ত হয় ৪০ এর উপরে। আর মিরপুর ১০, ১২ ও টোলারবাগে পাওয়া যায় ১৯ করোনা রোগী।

এদিকে, রাজারবাগে-২০২, যাত্রাবাড়ীতে-১৮৬, কাকরাইলে-১৭৬, মহাখালী-১৬০, মুগদা-১৮০, মোহাম্মদপুরে-১৪৯, তেজগাঁওয়ে- ১০৫, মালিবাগে-৮৪, উত্তরায়-৮৩, শাহবাগে- ৬৪, বাড্ডা’তে- ৫৯, গুলশানে-৫৭, ধানমন্ডি তে-৬৩ ও বাসাবো তে-৫৪ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply