বন্ধক রাখতে হবে পাক পরমাণু বোমা! রক্ষার্থে ভিক্ষা চাইলেন জাভেদ মিয়াদাদ

|

এবার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নিতে হলে পারমাণবিক বোমা বন্ধক রাখতে হতে পারে বলে জানান পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বেয়াই জাভেদ মিয়াদাদ।

সম্প্রতি জাভেদ মিয়াদাদের করা একটি টুইটার ভিডিও থেকে এমন খবর জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ।

https://twitter.com/I_JavedMiandad/status/1258856543799386122

এসময় তিনি দেশবাসির কাছে ভিক্ষা চেয়ে বলেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি দেশের অর্থনীতি ও দেশকে বাচাতে আপনারা অর্থ দিয়ে এগিয়ে আসুন।

দেশের অর্থনৈতিক অবস্থার উত্তরণে আইএমএফ ও অন্যান্য সূত্র হতে নেয়া ঋণ পরিশোধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন জাভেদ মিয়াদাদ। এজন্য তিনি পাকিস্তানের সকল নাগরিক ও প্রবাসী পাকিস্তানীদের কাছে অর্থ সাহায্যের আবদেন করেন।

অর্থ সাহায্য প্রদানের জন্য ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে একটি ইন্টারন্যাশনাল ব্যাংক হিসাব খুলবেন বলেও জানান তিনি। তিনি বলেন এই হিসাব অ্যাকাউন্টটি একমাত্র তিনিই পরিচালনা করবেন।

জাভেদ মিয়াদাদ বলেন, দেশকে রক্ষা করতে হলে সবাই তার সাধ্যমতো অর্থ সেই অ্যাকাউন্ট প্রদান করা উচিত। যাতে দেশের উপর চেপে থাকা ঋণ পরিশোধ করা সহজ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply