করোনা সংক্রমণ ঠেকাতে কেনিয়ায় বস্তি উচ্ছেদ

|

করোনা সংক্রমণ ঠেকাতে কেনিয়ায় বিভিন্ন অঞ্চল থেকে বস্তি উচ্ছেদ করে দিচ্ছে দেশটির সরকার। শঙ্কা সরকারি জায়গা দখল করে থাকা ঘনবসতিপূর্ণ এসব বস্তি থেকেই দ্রুত ছড়াতে পারে করোনা। তাই রাত্রিকালীন কারফিউ জারি করে চালানো হচ্ছে অভিযান। এতে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানীসহ বিভিন্ন এলাকা।

করোনার ভয়াবহতায় বিশ্বে সংঘাত-সহিংসতা বন্ধ থাকলেও কেনিয়ার পরিস্থিতি একেবারেই উল্টো। জ্বালাও-পোড়াও আর সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নাইরোবি।

কেনিয়া সরকারের শঙ্কা ঘনবসিতপূর্ণ বস্তিগুলোই হতে পারে করোনার হটস্পট। করোনা মোকাবেলার অংশ হিসেবে গুড়িয়ে দেয়া হচ্ছে নিম্নআয়ের মানুষের বসতি। অস্তিত্ব রক্ষায় তাই সংঘাতে জড়াতে বাধ্য হচ্ছেন সুবিধা বঞ্চিতরা।

এক বস্তিবাসী বলেন, আমাদের বাড়িঘর সব ভেঙে দিচ্ছে সরকার। থাকার মতো কোন জায়গা নাই, কোন কর্ম নাই। এই পরিস্থিতিতে জানতে চাই আমাদের অধিকারটা কোথায়?

বস্তিবাসীদের ওপর এমন নির্মমতা এবং আগ্রাসী আচরণে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, নিম্ন আয়ের এসব মানুষের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ চালানো মানবাধিকারের লঙ্ঘন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply