সৌদি আরবে ভাতা বন্ধ, ৩ গুণ হচ্ছে ভ্যাট

|

করোনাভাইরাসের কারণে তেলের দাম ভয়াবহভাবে নিম্মমুখী হওয়ার কারণে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে সৌদি সরকার৷

দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান জানান, অর্থনৈতিক এই মন্দা সামাল দিতে দেশের মাসিক বিশেষ ভাতা বন্ধ ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হবে।

মোহাম্মদ আল জাদান এক বিবৃতিতে বলেছেন, ‘‘২০২০ সালের জুন থেকে জীবন যাপনের বিশেষ ভাতা বন্ধ এবং আগামী জুলাই মাসে ভ্যাট শতকরা পাঁচ ভাগ থেকে বাড়িয়ে ১৫ ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’

সৌদি আরবে জীবন এমনিতেই ব্যয়বহুল৷ ভাতা বন্ধ হলে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) তিনগুণ করা হলে জীবন যাপন আরো কঠিন হবে৷

কিন্তু সরকার মনে করে, ভ্যাট তিনগুণ এবং মাসিক ভাতা বন্ধ করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্তবান্ডারে ১০ হাজার কোটি রিয়াল, অর্থাৎ ২৬৬ কোটি ডলার জোগান দেয়া যাবে৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply