ঘানায় একজন থেকে ৫৩৩ শ্রমিক করোনা আক্রান্ত

|

করোনাভাইরাস যে কতটা ছোঁয়াচে তার যথার্থ প্রমাণ মিলল পশ্চিম আফ্রিকার দেশ ঘানায়। সেখানে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় একজন করোনা আক্রান্ত শ্রমিক থেকে ৫৩৩ জনে সংক্রমিত হয়েছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় রোববার টেলিভিশনে এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো জানান, নতুন ৫৩৩ জন করোনা রোগী টুনা মাছের কারখানায় শনাক্ত হয়েছে। এরপর কসমো সি ফুডের বেশ কয়েকজন শ্রমিকেরও শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কারখানা দুটির কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

এনিয়ে ঘানায় ৫৩৩ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা এক লাফে ৪ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে, যা পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় ২২ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৪৯৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ১৮৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply