মুনতাসীর মামুনের মা করোনা মুক্ত

|

প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের ৮৫ বছর বয়স্ক মা জাহানারা খান করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এই মাসের ৮ তারিখ পুরোপুরি সুস্থ হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর।

তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে মায়ের সেবা করতে গিয়ে মুনতাসীর মামুনও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন। এখন তিনি ভালো আছেন। মুখে খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন রয়া মুনতাসীর।

তিনি আরও জানান, ‘বাবা ও দাদী করোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের সবাইকে করোনা টেস্ট করানো হয়েছে। কিন্তু সবার ফলাফল নেগেটিভ এসেছে।’

করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গত ৩ মে বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ১টা দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে গত ৭ মে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply