আজীবন ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা পাবেন টুইটার কর্মীরা!

|

বিশ্বব্যাপী করোনাভাইরাস এর সংক্রমণ ও বিস্তার রোধে লকডাউনের মধ্যে সবগুলো অফিসই এখন তার কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দিচ্ছে। তবে এই লকডাউন উঠে গেলেও টুইটারের কর্মকর্তা কর্মচারীদের হয়তো আর কখনোই অফিসে যেয়ে কাজ করতে হবে না বরং তারা ঘরে বসেই কাজ করতে পারবেন। খবর দি গার্ডিয়ানের।

সম্প্রতি টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যাক ডরসি মঙ্গলবার ইমেলকে বলেন, টুইটার তার কর্মীদের বাড়ি থেকে সবসময়ের জন্য কাজ করার অনুমতি দেবে।

টুইটারের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, গত কয়েক মাস প্রমাণ করেছে যে আমরা ঘরে থেকেই কাজ করতে পারি। সুতরাং আমাদের কর্মীরা যদি চায় যে তারা তাদের বাড়ি থেকে কাজ করতে সক্ষম তাহলে তা সবসময়ের জন্যই আমরা বিবেচনা করবো।

টুইটার জানায়, লকডাউন খোলার পর অফিস খোলা হলেও সবাইকে অফিসে আসতে বলা হবে না। বরং শুধুমাত্র প্রয়োজনেই অফিসে আসতে বলা হবে।

দিল্লী, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply