২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনা

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য

২৪ ঘণ্টায় আরও চার হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন তিন লাখ সাড়ে ১২ হাজার। মোট আক্রান্ত ৪৭ লাখের বেশি মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ হাজার।

সর্বাধিক মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে, শনিবার মৃতের সংখ্যা নেমে আসে এক হাজারে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৯০ হাজারের কাছাকাছি। নতুন ২২ হাজার সংক্রমণে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ।

দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। আট শতাধিক মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ১৫ হাজার ৬শ’। আক্রান্ত দু’লাখ ৩৩ হাজারের বেশি।

এদিন সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে রাশিয়া। প্রাণ গেছে ১১৯ জনের। আক্রান্ত প্রায় পৌনে তিন লাখ মানুষ।

পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ইউরোপের দেশগুলোতে। আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু দেখেছে ইতালি। মহামারি শুরুর পর প্রথমবার, কোভিড নাইনটিনে নতুন করে একজনও আক্রান্ত হয়নি ফ্রান্সে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply