বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

|

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৬৬০ জন। ছোঁয়াচে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ৪৮ লাখ ১ হাজার ৫৩২ জন। প্রথম ১ হাজার মৃত্যুতে সময় লেগেছিলো একমাস। পরবর্তী তিন মাসে সেই সংখ্যা তিন লাখ। এছাড়া মোট মৃত্যুর ৮০ ভাগের বেশি ইউরোপ-আমেরিকায়। এদিকে টানা লকডাউন আর নানা সতর্কতার পরও ঠেকানো যাচ্ছে না প্রাণহানি।

বিশেষজ্ঞদের মতে, করোনার ভয়াবহতা রুখতে এই মুহূর্তে শিথিলতার কোন সুযোগ নেই, বাড়াতে হবে প্রস্তুতি।

অদৃশ্য এক ভাইরাসের নজিরবিহীন তাণ্ডবের মধ্যে সবারই প্রশ্ন, আর কত প্রাণ নিয়ে থামবে করোনা। যার জবাবে লম্বা সময় ধরে লড়াইয়ের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

গোটা বিশ্বে, প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৮ হাজার ১০৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply